জনক
লিখেছেন লিখেছেন মামুন ২৩ অক্টোবর, ২০১৪, ০৮:০৩:০১ সকাল
জনক
.
একদিন বললে ডেকে,
‘আমায় নিয়ে লেখ একটি কবিতা।‘
সারাটি রাত জেগে আমি ক্লান্ত,
ওয়েস্টবিনে পড়ে থাকে দোমড়ানো কবিতার ভ্রুণেরা-
সুতীব্র চীৎকারে কোনো কবিতা শিশুর জন্ম হল না!
.
সকাল হতেই তুমি এলে, তোমার চোখের ‘পরে
এলোমেলো কয়েকটি কেশ নিয়ে-
বললে, ‘ কই দেখাও? আমায় নিয়ে কি লিখেছ?’
নিজের হাতে সরিয়ে দেই এলোমেলো চুল ক'টি।
তোমার দুটি চোখে
গভীর দৃষ্টি রেখে বলি, ‘পড়’,
হৃদয়ে লিখেছি সেই কবিতা।‘
.
একটু অভিমানে সরে গিয়ে বললে-
‘বলিনি তো তাজমহল বানাতে কিংবা এনে দাও ময়ুর সিংহাসন,
সামান্য একটি কবিতা-ই তো? তা-ও দেবার মুরোদ নেই?
কেমন পুরুষ তুমি?
.
পৌরুষের অপমানে নিজের ভেতর থেকে জেগে উঠি,
নিঃশ্বাস বন্ধ করা চুম্বনে সিক্ত হতে হতে
সহস্র কবিতারা জন্ম নেয় সুতীব্র চীৎকারে।।
বিষয়: সাহিত্য
৮০৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতার পরতে-পরতে জড়িয়ে থাকা-
নান্দিকতা আর অসাধারণতায়-
জন্ম নেয়া ভাল লাগার অবাধ্য অনুভূতি
সুতীব্র বলিষ্ঠতায় ঘোষণা করে-
অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা!
আপনার নান্দনিকতায় ভরপুর মন্তব্যেও প্রীত হলাম।
ভালো থাকবেন সবসময় ইনশা আল্লাহ।
জাজাকাল্লাহু খাইর।
আসসালাম.... শ্রদ্ধেয় মামুন ভাই,
কাচা হাতের অদক্ষ গাঁথুনীতে নির্মিত 'মন্তব্য/লেখনী' আসলেই কি হচ্ছে কিছু.....? আপনি প্রকৃত সত্য মুল্যায়ণ আমাকে জানাবেন আশা করি,শুধু উৎসাহী মুল্যায়ণ নয়।
ধন্যবাদ আপনাকে।
জাজাকাল্লাহু খাইর।
ভালোলাগার অনুভূতি রেখে যাবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।
জাজাকাল্লাহু খাইর।
আপনার ভালো লাগার জন্য অনেক শুভেচ্ছা। আমারও ভালো লাগল।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন